Kakdwip: কয়েকশো বস্তা রেশনের গম সমেত আটক ট্রাক, গ্রেফতার তিন

Bangla Editor | News18 Bangla | 12:35:30 AM IST Aug 30, 2021

কাকদ্বীপে রেশন পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ট্রাক থেকে কয়েকশো বস্তা রেশনের গম আটক। রেশনের জিনিসপত্র পাচারের সময় আটক করা হয় ট্রাক। কয়েকশো বস্তার রেশনের গম উদ্ধার করেছে পুলিশ। ট্রাকের চালক ও খালাসি পলাতক। কাকদ্বীপের পশ্চিমবাজারে অভিযান এসডিপিও ও আইসির। আর এই অভিযান চলাকালীনই রেশনের গম ও অন্য জিনিস পাচার করতে গিয়ে আটক করা হয় একটি ট্রাক। তদন্ত শুরু করেছে পুলিশ।

লেটেস্ট ভিডিও