Poppy Seeds Price Hike: আকাশছোঁয়া পোস্তর দাম! মধ্যবিত্ত বাঙালির হেঁশেলে আগুন

Bangla Editor | News18 Bangla | 03:38:04 AM IST Sep 05, 2021

পোস্ত। আহা, বেশ তো। কিন্তু পোস্তর দামও তো বেশ। বাঙালির আহা পোস্ত এখন হায় রে পোস্ত। যে পোস্ত খেলে পেট ঠান্ডা, মন ঠান্ডা, সেই পোস্তই এখন দামে গরম। এক কেজি পোস্তর দাম এখন ২ হাজার ৪০০ টাকা। ঘটি হোক বা বাঙাল, পোস্তর স্বাদে বিহ্বল বাঙালি। পোস্তর বড়া, ঝিঙে পোস্ত, আলু পোস্ত- এসব যুগ যুগ ধরে বাহালির প্রিয়। তবে এখন বাঙালির রান্নাঘরে পোস্ত যেন আগুন জড়াচ্ছে। গ্যাস, পেট্রোল, সরষের তেলের মতো এখন পোস্তর দামও চড়া। তাই আপাতত অনেক হেঁশেল থেকে বাদ পড়ছে পোস্ত।

লেটেস্ট ভিডিও