Man Electrocuted: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক প্রৌঢ়ের!

Bangla Digital Desk | News18 Bangla | 10:28:56 PM IST Sep 23, 2021

খড়দহ, দমদমের পর এবার আগরপাড়া। ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু (Man Electrocuted)। মৃত্যু হল বেলঘড়িয়া-তেও। মৃতের নাম সোনা রায়। অন্যদিকে, জমা জলের মধ্যে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুৎ-এর তার ঘিরে বিপত্তি। আগরপাড়া-য় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক প্রৌঢ়ের (Man Electrocuted)।

লেটেস্ট ভিডিও