Muzaffarpur Viral Video: শপিং মলের মধ্যে ধুন্ধুমার কাণ্ড ! একে অপরকে চুলের মুঠি ধরে তুমুল মার দুই তরুণীর, দেখুন ভাইরাল ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 11:58:52 PM IST Sep 24, 2021

মুজফ্ফরপুর: শপিং মলের মধ্যে এ কী কাণ্ড ! কয়েকজন তরুণীর মধ্যে একেবারে ধুন্ধুমার লড়াই ৷ চুলের মুঠি ধরে মার, পাল্টা মার ! এসবেরই সম্প্রতি সাক্ষী থাকল মুজফ্ফরপুরের (Muzaffarpur Viral Video) একটি শপিং মলে আসা মানুষজন ৷ জানা যায়, বয়ফ্রেন্ড সংক্রান্ত কোনও সমস্যা থেকেই ঝামেলার সূত্রপাত হয়, তা শেষপর্যন্ত হাতাহাতিতে গড়ায় ৷ কেউ তাদের আটকাতে গেলেও শোনেননি ওই তরুণীরা ৷ তারা কলেজ পড়ুয়া বলেই জানা গিয়েছে ৷ যদিও ঘটনায় কাউকে গ্রেফতার বা জরিমানা করা হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ৷ নেটিজেনের কথায় ‘গলি বয়’ ছবির আলিয়া ভাটের চরিত্রকে বাস্তবে দেখা গিয়েছে এখানে ৷

লেটেস্ট ভিডিও