Delhi Rohini Court Gangwar: দিল্লির আদালতে গ্যাংওয়াড়ে এলোপাথাড়ি গুলি, নিহত ৩! দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 07:28:37 PM IST Sep 24, 2021

শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই বিবাদমান দুই দলের দুষ্কৃতীদের গুলির লড়াই (Delhi Rohini Court Gangwar)। গুলির লড়াইয়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে এই লড়াইয়ে। দুষ্কৃতীরা আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল (Delhi Rohini Court Gangwar)। জিতেন্দ্র ওরফে গোগীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুই দুষ্কৃতীর নাম রাহুল ও মৌরিশ (Delhi Rohini Court Gangwar)।

লেটেস্ট ভিডিও