Video: জন্মাষ্টমীতে মটকা ভাঙলেন শশী পাঁজা, খুঁটিপুজোয় ঢাক বাজালেন সুব্রত মুখোপাধ্য়ায়

Bangla Editor | News18 Bangla | 09:38:05 PM IST Aug 30, 2021

জন্মাষ্টমীতে মেতে উঠেছেন রাজ্যের রাজনীতিবিদরাও। জন্মাষ্টমীর অত্যন্ত প্রচলিত রীতি মটকা ভাঙা। সেই মটকা ভাঙা হল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। সেখানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনিও নিজে হাতে এই প্রথায় অংশ নেন।তিনি বলেন, প্রতি বছরই খুঁটি পুজো করেন। অন্যদিকে জন্মাষ্টমীতেই জনসংযোগে মন দেন রাজ্যের আর এক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একডালিয়া খুঁটিপুজোয় পৌঁছে গেলেন। ঢাক বাজালেন তিনি।

লেটেস্ট ভিডিও