Madan Mitra: খালি গা, হলুদ ধুতিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মদন মিত্র! দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 12:22:01 AM IST Sep 05, 2021

খালি গা, পরনে হলুদ ধুতি! এমন অবতারেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ হাজির মদন মিত্র৷ কামারহাটির এ হেন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ মদন মিত্রের এই ছবিতে অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, ওহ লাভলি! কামারহাটির বিধায়কের অবশ্য দাবি, দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে পুজো দিয়ে ওঠার পর তাঁর কোনও অনুগামীই এই ছবি তুলে তাঁর ফ্যান ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে তাঁর অজান্তেই পোস্ট করে দিয়েছেন৷

লেটেস্ট ভিডিও