Cyclone Gulab: আগামী ১২ ঘন্টায় বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে!

Bangla Digital Desk | News18 Bangla | 06:38:03 PM IST Sep 25, 2021

মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি শুরু। চলবে বুধবার পর্যন্ত। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর এর মধ্যে দুর্যোগের আশঙ্কা কলকাতাসহ দক্ষিণবঙ্গে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পাকিস্তান এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে 'গুলাব'। ওড়িশার গোপালপুর ও অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে অন্ধ্র প্রদেশ উপকূলে কলিংগপত্তনমে এটি রবিবার সন্ধ্যায় আছড়ে পড়বে।

লেটেস্ট ভিডিও