Durga Puja 2021: বেলেঘাটায় এক টুকরো অগ্রদ্বীপ, পুজোয় এবার গল্প শোনাবে কাঠের পুতুলরা

Bangla Digital Desk | News18 Bangla | 12:43:57 AM IST Sep 17, 2021

বেলেঘাটায় যেন এক টুকরো অগ্রদ্বীপ। আর সেখানে পুজোয় এবার গল্প শোনাবে কাঠের পুতুলরা। হেঁয়ালি নয়। একেবারে সত্যি কথা। বেলেঘাটার জনকল্যাণ সংঘে এবার কাঠের পুতুলরাই গল্প শোনাবে। পাটকাঠির কারিকুরিতে সাজানো হবে মণ্ডপ। আসলে এবার নতুনগ্রামের শিল্পীদের পাশে থাকছেন পুজো উদ্যোক্তারা। তাই এমন অভিনব উদ্যোগ। এই নতুনগ্রামের শিল্পীরা নিষ্প্রাণ কাঠের পুতুলকে দিয়ে যেন কথা বলান। সবটাই তাঁদের শিল্পের ছোঁয়া। এবার তাঁদের শিল্পের ঝলক উঠে আসবে বেলেঘাটার জনকল্যাণ সংঘে।

লেটেস্ট ভিডিও